Apan Desh | আপন দেশ

ব্রেভিসের রেকর্ড গড়া ম্যাচে আস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২:৪৬, ১২ আগস্ট ২০২৫

ব্রেভিসের রেকর্ড গড়া ম্যাচে আস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা

ছবি: সংগৃহীত

স্বদেশী এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ব্যাটিং স্টাইলের মিল থাকায় বয়সভিত্তিক প্রতিযোগিতাতেই ডেওয়াল্ড ব্রেভিস ক্রিকেট বিশ্বে ‘বেবি এবি’ হিসেবে পরিচিত লাভ করেন। শুধু তাই নয়, নিজের যোগ্যতা প্রমাণ করতেও বেশি সময় নেননি প্রোটিয়া এ তরুণ অলরাউন্ডার। ক্যারিয়ারের নবম টি-টোয়েন্টি খেলতে নেমেই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তুলে নিলেন বিধ্বংসী এক সেঞ্চুরি। আর এ  সেঞ্চুরি হাঁকানোর পথে ব্রেভিস গড়লেন একাধিক রেকর্ডও।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২১৮ রান করে ৫৩ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। এ জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল তারা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা। এর আগে ডারউইনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (১২ আগস্ট) ডারউইনে আগে ব্যাট করতে নেমে ৪৪ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তখন চার নম্বর পজিশনে ব্যাট করতে নামেন ব্রেভিস। এর কিছুক্ষণ পরই লোহান ড্রে প্রিটোরিয়াস আউট হলে ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দক্ষিণ অফ্রিকা।

দলের এমন কঠিন পরিস্থিতিতে দেখে-শুনে খেলে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন ব্রেভিস। তবে সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে আসেন তিনি। ২৫ বলে অভিষেক ফিফটি করেন ব্রেভিস। পরের ৫০ রান করতে খেলেছেন মাত্র ১৬ বল। সবমিলিয়ে ৪১ বলে সেঞ্চুরি করেন তিনি।

আরওপড়ুন<<>>সরাসরি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ!

২২ বছর ১০৫ দিন বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে দেশের হয়ে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে রেকর্ড গড়েছেন ব্রেভিস। বিস্ফোরক ব্যাটিংয়ে রিচার্ড লেভিকে ছাড়িয়ে গেছেন এ প্রোটিয়া ব্যাটার। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ বছর ৩৬ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন লেভি।

এছাড়া দেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলার কীর্তিও গড়েছেন ব্রেভিস। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বদেশী ফাফ ডু প্লেসির খেলা ১১৯ রানের ইনিংসটি এতদিন ছিল সর্বোচ্চ। ৪১ বলে সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও নিজের করে নিয়েছেন ব্রেভিস। দেশের হয়ে দ্রততম সেঞ্চুরির রেকর্ডটি ডেভিড মিলারের। বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে ১৬৫ রানে অলআউট হয় অজিরা। দলের হয়ে ২৪ বলে চারটি চার আর সমসান ছক্কায় সর্বোচ্চ ৫০ রান করেন ক্যামেরন গ্রিন। ২৬ রান করেন অ্যালেক্স ক্যারি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়