
ফাইল ছবি
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাচ্ছে চলতি মাসেই। সে সিরিজের ভেন্যুও ঠিক হয়ে গেছে। তবে সেখানে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে লাল সবুজ দল। দুই ম্যাচের সিরিজটির সূচিও ঘোষণা করা হয়েছে।
ফলে তিন বছরে দ্বিতীয়বার দুই দলের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হবে। ২০২২ সালে দুবাইয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ তে জিতেছিল বাংলাদেশ।
এমিরেটস ক্রিকেট বোর্ডের সিওও সুবহান আহমেদ বলেছেন, দুই ম্যাচের বাংলাদেশ সিরিজ এই বছরের টি-টোয়েন্টি এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতের জন্য হবে আদর্শ প্রস্তুতি।
বাংলাদেশের জন্য লম্বা টি-টোয়েন্টি মৌসুমের শুরু হবে এ সফর দিয়ে। পাকিস্তান সফরের পর শ্রীলঙ্কায় দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগস্টে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি আয়োজন হবে। সব সিরিজ হবে এশিয়া কাপের আগে।
বিসিবি প্রধান নির্বাহি (সিইও) নিজাম উদ্দীন চৌধুরী বলেছেন, এমিরেটস ক্রিকেট বোর্ডের এ টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের উদ্যোগকে স্বাগত জানাই। আসন্ন এশিয়া কাপ ঠাসা আন্তর্জাতিক সূচি সামনে রেখে দলের প্রস্তুতির জন্য এই ম্যাচগুলো হবে খুব গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, বিসিবি ও ইসিবির মধ্যে ক্রিকেটীয় সম্পর্ককে আরও শক্তিশালী করবে এ দুটি ম্যাচ। ক্রিকেট ভক্তদেরকেও ভালো বিনোদন উপহার দিবে ম্যাচগুলো।
আমিরাত বর্তমানে নেদারল্যান্ডসে বিশ্বকাপ লিগ টু খেলছে। ১১ ম্যাচে দুটি জিতে আট দলের মধ্যে তাদের অবস্থান সবার শেষে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।