Apan Desh | আপন দেশ

ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:১৫, ৪ মার্চ ২০২৫

আপডেট: ১৭:১৭, ৪ মার্চ ২০২৫

ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

ভারত-অস্ট্রেলিয়া

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের সেমিফাইনালে ভারতে বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ।

মঙ্গলবার (০৪ মার্চ) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নেন অজি অধিনায়ক। আজকের ম্যাচে অস্ট্রেলিয়া একাদশে পরিবর্তন হলেও ভারত অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে।

দুবাইয়ের ধীরগতির উইকেটের কথা মাথায় রেখে অস্ট্রিলেয়া দলে পেসার স্পেন্সার জনসনের পরিবর্তে নেয়া হয়েছে স্পিনার তানভির সংঘাকে। আর ইনজুরিতে ছিটকে যাওয়া ওপেনার ম্যাথিউ শর্টের বদলে দলে এসেছেন কুপার কনোলি।

এ পর্যন্ত ১৫১ বার ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। এর মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৮৪টি আর ভারত জিতেছে ৫৭টিতে।

আরওপড়ুন<<>>৯ এপ্রিল শান্তদের ক্যাম্প শুরু

দুদল সর্বশেষ ওয়ানডেতে মুখোমুখি লড়াই হয়েছিল ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে। ওই ম্যাচে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া একাদশ
কুপার কনোলি, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), অ্যালেক্স কেরে, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ওয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, তানভির সংঘা

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়