Apan Desh | আপন দেশ

৯ এপ্রিল শান্তদের ক্যাম্প শুরু 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৯, ৪ মার্চ ২০২৫

৯ এপ্রিল শান্তদের ক্যাম্প শুরু 

ফাইল ছবি

চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে পারেনি বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হয়েছে ধবলধোলাই। তবে এসব ব্যর্থতা পেছনে ফেলে আসছে এপ্রিলে সিরিজ খেলার সুযোগ ক্রিকেট দলের সামনে। দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।

টেস্ট সংস্করণে জিম্বাবুয়ের উপস্থিতি খুবই সীমিত। সর্বশেষ তিন টেস্টে (আফগানিস্তান ২, আয়ারল্যান্ড ১) হেরেছে জিম্বাবুয়ে। তাই দলটির বিপক্ষে সিরিজটি শান্তদের জন্য সহজ হতে পারে। তবে এ সিরিজ সামনে রেখে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বিসিবি। তাই সিরিজের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে আগেভাগে। 

আরও পড়ুন>>>শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পাল্টে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড

সূত্র জানিয়েছে, ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলার মধ্যেই ৯ এপ্রিল ক্যাম্প শুরু হবে।

জাতীয় দলের এক কোচিং স্টাফ নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা মাঝেমধ্যে অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে এলোমেলো ক্রিকেট খেলি। তাই এবার একটু আগেভাগে ক্যাম্প শুরু করছি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়