ছবি : সংগৃহীত
দেশের সুপ্রতিষ্ঠিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োফার্মার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে গত ২৬ জানুয়ারি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কুশাবো আইতলা এলাকায় কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠান বিপিএল হাউজিংয়ের আবাসিক প্রকল্পে এ আয়োজন করা হয়। প্রায় ১৫০ বিঘা জমির ওপর গড়ে তোলা সবুজে ঘেরা নৈসর্গিক পরিবেশে নির্মিত এ প্রকল্পটি দেশের স্বনামধন্য চিকিৎসকদের জন্য পরিকল্পিত।
বনভোজনে বায়োফার্মা ও বায়োগ্রুপের আট শতাধিক কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রজেক্টের ডিরেক্টর অপারেশন মোহাম্মদ জহিরুল হক পরিচালনা পর্ষদের সদস্য, অতিথি ও অংশগ্রহণকারীদের ফুল দিয়ে স্বাগত জানান।
আরও পড়ুন<<>>দশম বেতন বোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি বিএফইউজে–ডিইউজের
পরিচালনা পর্ষদের সকল সদস্যের সরব উপস্থিতিতে আয়োজনটি মালিক–কর্মচারীদের সৌহার্দ্যপূর্ণ এক মিলনমেলায় পরিণত হয়।
ছায়াঘেরা সবুজ পরিবেশে কিছু সময়ের জন্য প্রকৃতির সঙ্গে মিশে যান অংশগ্রহণকারীরা। গল্পগুজব, খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনাবিল আনন্দে মেতে ওঠেন সবাই। র্যাফেল ড্র ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীরা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। আয়োজনের ব্যাপকতা, বৈচিত্র্যময় খাবার ও আন্তরিক পরিবেশনায় মুগ্ধতা প্রকাশ করেন শ্রমিক-কর্মচারীরা।
সমাপনী বক্তব্যে বায়োগ্রুপের চেয়ারম্যান ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, শ্রমিক-কর্মচারীরাই কোম্পানির চালিকাশক্তি। ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্যা দেশ-বিদেশে বায়োফার্মার সাফল্যে কর্মকর্তা-কর্মচারীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।-বিজ্ঞপ্তি
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































