ফাইল ছবি
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে গণমাধ্যমের স্বাধীনতা ‘রক্ষায় জরুরি’ পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছে ‘কমিটি ফর প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে)।
সংবাদমাধ্যমের অধিকার নিয়ে কাজ করা এ সংগঠন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছে, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় পার্টিকে আলাদা চিঠি পাঠিয়ে তারা এ আহবান জানিয়েছে।
চিঠিতে তারা সহিংসতা, ভয়ভীতি দেখানো ও ফৌজদারি বা নিরাপত্তা আইনের অপব্যবহার পরিহার করাসহ সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে দলগুলোকে জনসম্মুখে প্রতিশ্রুতি দেয়ার আহবান জানিয়েছে।
আরও পড়ুন<<>> সুপ্রিম কোর্টের এজলাসে নির্বিঘ্ন প্রবেশাধিকার চায় সাংবাদিকরা
নির্বাচনের পরও যেন এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন অব্যাহত থাকে, দলগুলোর কাছে সে দাবিও তুলে ধরেছে সিপিজে। নিজেদের গবেষণার বরাতে সিপিজে বলেছে, নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেছে। এর মধ্যে মধ্যে গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের কথা বলে হুমকি ও হয়রানি করার মতো ঝুঁকি রয়েছে।
সিপিজে বলেছে, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে আটক পাঁচজন সাংবাদিক এখন কারাবন্দি রয়েছেন। এছাড়া সাংবাদিকদের উপর সহিংসতাকারীদের দায়মুক্তি দেয়া হচ্ছে এবং গণমাধ্যম সংস্কারে বাস্তব ও অর্থবহ অগ্রগতির অভাব রয়েছে।
এসব কিছু মিলে দেশে ভয় ও ‘সেল্ফ সেন্সরশিপের’ একটি পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছে সিপিজে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































