দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। পরপর দুই দফা দাম কমানোর সোনার দাম ভরিতে বেড়েছে দুই হাজার ৩০৯ টাকা। দাম বাড়ার পর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ ধাতুর নতুন দাম নির্ধারণ করা হয়েছে।