Apan Desh | আপন দেশ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুদান বন্ধ করল ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২০, ৬ মে ২০২৫

আপডেট: ১৬:২৩, ৬ মে ২০২৫

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুদান বন্ধ করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ছবি: রয়টার্স

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওপর চাপ বাড়াল ট্রাম্প প্রশাসন। ভবিষ্যতে হার্ভার্ডকে আর কোনো ফেডারেল অনুদান দেয়া হবে না। সোমবার (০৫ মে) এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ।

শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহনের পাঠানো চিঠিতে জানানো হয়েছে, যতদিন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সরকারের নির্দিষ্ট কিছু দাবি না মানছে, ততদিন ভবিষ্যতের সব গবেষণা অনুদান ও অর্থায়ন স্থগিত থাকবে।

ট্রাম্প প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, হার্ভার্ডের মতো প্রতিষ্ঠানের নীতিতে পরিবর্তন আনতেই তারা এ ধরনের পদক্ষেপ নিচ্ছে। প্রশাসনের দাবি, বিশ্ববিদ্যালয়টি সম্প্রতি একাধিক বিষয়ে ব্যর্থ হয়েছে—যেমন, ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ, শিক্ষার্থীদের জাতিগত বিবেচনায় ভর্তি নীতি এবং রক্ষণশীল চিন্তাধারার শিক্ষক নিয়োগে গড়িমসি।

আরওপড়ুন<<>>স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে হাজার ডলার দেবে ট্রাম্প প্রশাসন

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে বলেছে, এ ধরনের পদক্ষেপ ‘অভূতপূর্ব এবং অবৈধ হস্তক্ষেপ’। যা শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধীনতা ও গবেষণা কার্যক্রমের ওপর সরাসরি আঘাত। অনুদান বন্ধ হলে জীবন রক্ষাকারী অনেক গবেষণাও বন্ধ হয়ে যেতে পারে। তারা আরও জানায়, হার্ভার্ড সরকারি অনুদান বন্ধ করার এ বেআইনি প্রচেষ্টার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে।

সম্প্রতি গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে হার্ভার্ডে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ শুরু হলে প্রশাসনের তা নজরে আসে। ট্রাম্প বিক্ষোভকারীদের হামাস-সমর্থক ও ইহুদিবিদ্বেষী বলে উল্লেখ করেন। তবে আন্দোলনকারীরা বলছেন, গাজার ওপর ইসরায়েলের হামলার সমালোচনা মানেই ইহুদিবিদ্বেষ নয়।

হার্ভার্ডের ৫৩ বিলিয়ন ডলারের তহবিল থাকলেও তা মূলত স্কলারশিপ ও আর্থিক সহায়তার জন্য নির্ধারিত। তাই সরকারের অনুদান বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে অনেক গবেষণা থেমে যাবে।

ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত অবশ্য নতুন নয়। প্রশাসন এর আগেও হার্ভার্ডসহ শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অর্থায়ন স্থগিতের চেষ্টা করেছে। যা নিয়েও বিতর্কও কম হয়নি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়