
ছবি : আপন দেশ
যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রায় চার মাস পর লন্ডন থেকে ঢাকায় ফিরতে যাচ্ছেন তিনি। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশ সময় মঙ্গলবার (০৬ মে) সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার।
দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার এ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনতার ব্যপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত তাকে স্বাগত জানাতে পথে পথে অবস্থান নিয়েছেন তারা।
বিমানবন্দর থেকে গুলশান ঘুরে দেখা যায়, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নিয়েছেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একইসঙ্গে খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় ট্রাফিক পুলিশেরও ব্যাপক তৎপরতা দেখা গেছে।
এদিকে চলমান এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের রাস্তায় না থেকে ফুটপাতে অবস্থান নেয়ার অনুরোধ জানিয়েছেন। নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে দাঁড়াবেন।
বিশেষ গুরুত্ব পাচ্ছেন খালেদা জিয়ার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান, যারা কাতারের আমিরের দেয়া রাজকীয় বিমানে তার সঙ্গে ফিরছেন। এদের মধ্যে জুবাইদা রহমান প্রায় ১৭ বছর পর দেশে পা রাখতে যাচ্ছেন।
তবে ভিড় ও জনভোগান্তি এড়াতে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের কিছু বিষয়ে সতর্ক করা হয়েছে। যেমন—মোটরসাইকেলের বহর নিয়ে যাওয়া, গাড়ির পেছনে হেঁটে যাওয়া এবং বিমানবন্দরের ভেতর ও গুলশানের বাসায় প্রবেশ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
বিএনপির বিভিন্ন শাখা ও অঙ্গ সংগঠন ইতোমধ্যে নির্ধারণ করে রেখেছে কে কোথায় অবস্থান নেবে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী—
ঢাকা মহানগর উত্তর বিএনপি:বিমানবন্দর থেকে লো মেরিডিয়েন হোটেল পর্যন্ত
ছাত্রদল: লো মেরিডিয়েন হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত
যুবদল: খিলক্ষেত থেকে হোটেল র্যাডিসন পর্যন্ত
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি: হোটেল র্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত
স্বেচ্ছাসেবক দল: আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত
কৃষক দল: বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত
শ্রমিক দল: কাকলী মোড় থেকে বনানীর শেরাটন হোটেল পর্যন্ত
ওলামা দল, তাঁতী দল, জাসাস, মৎস্যজীবী দল: শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত
পেশাজীবী সংগঠন: বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২ পর্যন্ত
মহিলা দল: গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত
জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা: গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ পর্যন্ত
জেলা থেকে আসা নেতাকর্মীরা: সুবিধামতো নির্ধারিত স্থানে অবস্থান করবেন
এ আয়োজনে জনসমাগমের কারণে রাজধানীর বিভিন্ন রুটে যানজট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি সামাল দিতে তারা কিছু নির্দেশনা দিয়েছে, যার মধ্যে রয়েছে:
সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল নির্ধারিত টোল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার
হজযাত্রী, বিদেশগামী যাত্রী ও এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধ
এদিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’কে ইতোমধ্যে তার জন্য পুরোপুরি প্রস্তুত করে তোলা হয়েছে। সাজানো হয়েছে সামনের সবুজ আঙিনা, পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে ভেতরের প্রতিটি কক্ষ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডামের বাসা কমপ্লিটলি রেডি। বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা, আঙিনা ও ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা, সাজসজ্জা—সবই সম্পন্ন হয়েছে। তার স্বজনরা বিষয়গুলো তদারকি করছেন। এখন আমরা সবাই শুধু ম্যাডামের ফেরার অপেক্ষায় আছি।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। তার অসুস্থতার কথা জানতে পেরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তাকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠান। সে বিমানেই তিনি যুক্তরাজ্যে যান এবং সেটিতেই ফিরছেন।
স্থানীয় সময় সোমবার দুপুরে (বাংলাদেশ সময় সন্ধ্যায়) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছে দেন। সেখানে লন্ডন প্রবাসী নেতা-কর্মীরা তাকে বিদায় জানান।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।