Apan Desh | আপন দেশ

পকেটে মোবাইল নিয়েই নামলেন ব্যাটিংয়ে, অত:পর...

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:১৭, ৪ মে ২০২৫

পকেটে মোবাইল নিয়েই নামলেন ব্যাটিংয়ে, অত:পর...

ছবি: সংগৃহীত

ক্রিকেটে ম্যাচ চলাকালীন ড্রেসিংরুম বা ডাগআউটে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি না থাকলেও ঘটেছে এমন ঘটনা। ইংলিশ কাউন্টি ক্রিকেটে মোবাইল ফোন পকেটে নিয়েই ব্যাটিংয়ে নামলেন ল্যাঙ্কাশায়ারের পেসার টম বেইলি! আর রান নিতে গিয়ে পকেট থেকে পড়ে যায় মোবাইল। এ ঘটনায় বেইলিকে কী ধরনের শাস্তির মুখোমুখি হতে হয় সেটাই দেখার বিষয়।

ইংলিশ কাউন্টির ম্যাচে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ১০ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন বেইলি। ম্যাচের ১১৪তম ওভারের ঘটনা। জোশ শ’র করা বলে দ্বিতীয় রান নিতে গিয়ে নন-স্ট্রাইকার প্রান্তে পৌঁছতেই আচমকা তার পকেট থেকে একটি মোবাইল ফোন মাটিতে পড়ে যায়।

এ সময় ধারাভাষ্যকারদের বলতে শোনা যায়, ওর (বেইলি) পকেট থেকে কিছু একটা পড়ে গেছে.. ওটা কি মোবাইল ফোন!

আরওপড়ুন<<>>৩ গোলের লিডের পরেও ধুঁকে ধুঁকে জিতল রিয়াল

ক্রিকেট মাঠে মোবাইল ফোন নিয়ে খেলতে নামার ঘটনা এটাই প্রথম কিনা, তা জানা না গেলেও ক্রিকেট বিশ্বে ক্রিকেটারের পকেট থেকে মোবাইল ফোন পড়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম।

এ ঘটনায় বেইলি কী ধরনের শাস্তির মুখে পড়েন, সেটাই এখন দেখার বিষয়। ইনিংস শেষে ৩১ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন টম বেইলি।

এদিকে, একজন সমর্থক সামাজিকমাধ্যমে মজা করে লিখেছেন, সম্ভবত ল্যাঙ্কাশায়ারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন বেইলি। তাই ফোন সঙ্গে নিয়েই নেমেছেন ব্যাট করতে!

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়