Apan Desh | আপন দেশ

দেশের মাটিতে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০১, ৬ মে ২০২৫

আপডেট: ১২:৩৩, ৬ মে ২০২৫

দেশের মাটিতে খালেদা জিয়া

দেশে ফিরলেন খালেদা জিয়া

দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার (০৬ মে) সকালে লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন। খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ১০টা ১৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপি মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিশেষ ফ্লাইটটি ছিল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপহার দেয়া একটি রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। সোমবার (০৫ মে) রাতে এটি লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি করে ঢাকায় পৌঁছায়।

আরওপড়ুন<<>> খালেদা জিয়ার ফেরা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে: মির্জা ফখরুল

বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষ নেতারা খালেদা জিয়া ও তার দুই পুত্রবধূকে স্বাগত জানান।

খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার দুই পুত্রবধূ-জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এর মধ্যে জুবাইদা রহমান প্রায় ১৭ বছর পর বাংলাদেশে ফিরলেন, যার উপস্থিতি এই সফরকে দিয়েছে বিশেষ গুরুত্ব।

আপন দেশ/আরআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়