Apan Desh | আপন দেশ

বীমা নিষ্পত্তির চেক পেলেন রাবির প্রয়াত শিক্ষকের স্ত্রী

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:১৪, ৬ মে ২০২৫

বীমা নিষ্পত্তির চেক পেলেন রাবির প্রয়াত শিক্ষকের স্ত্রী

ছবি : আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের প্রয়াত সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদারের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ক্রেডিট কার্ডের বীমা সুবিধার ১১ লক্ষ ২৯ হাজার ৯০২ টাকার চেক প্রয়াত স্ত্রী সীমা রানীর কাছে হস্তান্তর করা হয়েছে। 

সোমবার (৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে প্রয়াতের স্ত্রী নিকট বীমা এ চেক হস্তান্তর করেন এমটিবি রাজশাহী শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন।

এমটিবি ব্যাংকের ক্রেডিট কার্ডের বীমা সুবিধায় দায়-দেনা নিস্পত্তি করে ব্যাংক এ অর্থ প্রদান করেছে।

এসময় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, বাংলা বিভাগের সভাপতি প্রফেসর শহীদ ইকবাল, বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর সফিকুন্নবী সামাদী, জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, ড. পুরনজিত মহালদার ১৩ জানুয়ারি দুপুরে ক্যাম্পাসের বাইরে বারো রাস্তার মোড় এলাকা দিয়ে স্কুটারে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা বালুতে পিছলে ছিটকে যেয়ে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা লেগে মাথায় আঘাত পান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ঐদিন দিবাগত রাত আড়াই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়