
ওয়ালটন শোরুমে আগুন
নাটোর শহরের কানাইখালী এলাকায় ওয়ালটনের একটি শোরুমে আগুন লেগে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে শহরের কানাইখালী এলাকায় অবস্থিত ওয়ালটন প্লাজা শোরুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
নাটোর ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন মাস্টার আখতার হামিদ গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির ধারণা পরিমাণ বলা যাচ্ছে না।
ম্যানেজার দেওয়ান শাহ আলম বলেন, হঠাৎ শোরুমের ভেতরে ধোয়া দেখতে পায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
এসময় স্থানীয় সহযোগিতায় আমাদের লোকজন শোরুমের মালামাল বাহিরে নিয়ে আসে। ধারণা করছি অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
আপন দেশ/আরআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।