
সংগৃহীত ছবি
দাবানলের রেশ না কাটতেই এবার বন্যার কবলে পড়েছে ইসরাইল। রোববার (০৪ মে) থেকে দক্ষিণ ইসরাইলের বেশ কিছু অংশ প্লাবিত হতে শুরু করে।
এদিন বিকেলে ভারি বৃষ্টিপাত ও তীব্র বাতাসের কারণে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের মূল প্রবেশপথসহ বেশ কয়েকটি প্রধান রুট যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেয় পুলিশ।
স্থানীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, রোববার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কিবুৎজ সামারে ৩৪ মিলিমিটার (১.৩ ইঞ্চি) এবং কিবুৎজ ইয়োতভাতায় ১৭ মিলিমিটার (০.৭ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। পুলিশ জনসাধারণকে বন্যা কবলিত এলাকায় না যাওয়ার আহবান জানিয়েছে।
আরও পড়ুন>>>পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগ ভিত্তিহীন: ওআইসি
কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, প্লাবিত রাস্তা, ঝর্ণা বা জলাশয়ের কাছে যাওয়া বা পার হওয়া নিষিদ্ধ ও এটি করা ‘জীবনের জন্য হুমকিস্বরূপ’। জনসাধারণকে বন্যার কবলে পড়তে পারে এমন এলাকায় প্রয়োজন ছাড়া না যাওয়ারও আহবান জানিয়েছে পুলিশ।
ভারি বৃষ্টি-বন্যার কারণে মিৎজপে র্যামন থেকে কেতুরা জংশন পর্যন্ত ‘রুট ৪০’ বন্ধ ছিল। আইন গেদি থেকে হা’আরাভা জংশন পর্যন্ত ‘রুট ৯০’ ও সেখান থেকে দক্ষিণ দিকে ইলাত পর্যন্ত যাতায়াতও বন্ধ করে দেয়া হয়।
এছাড়া ২০৪ নম্বর রুটে অবস্থিত হালুকিম জংশনটি মিৎজপে র্যামনের দিকে বন্ধ ছিল। ইলাত থেকে ৯০ এবং ১২ নম্বর রুটে এক্সিটও বন্ধ করে দেয়া হয়। সূত্র: টাইমস অব ইসরাইল
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।