Apan Desh | আপন দেশ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রিট্রিট প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫২, ৪ মে ২০২৫

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রিট্রিট প্রোগ্রাম অনুষ্ঠিত

ছবি: আপন দেশ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন নির্বাহীদের নিয়ে দুই দিনব্যাপী রিট্রিট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ মে) ও শনিবার (০৩ মে) ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে এ প্রোগাম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী ও ঢাকা অঞ্চলের শাখাপ্রধানরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরওপড়ুন<<>>ইসলামী ব্যাংকের ডিভিডেন্ডে অনিশ্চয়তা! বার্ষিক রিপোর্ট আটকালো কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান ইসলামী শরীয়ার উদ্দেশ্যের আলোকে সাধারণ মানুষের কল্যাণে ব্যাংকিং সেবা প্রদানের জন্য ব্যাংকের সকল পর্যায়ের কর্মীদের নির্দেশনা দেন। ব্যাংকারদের পেশাগত দক্ষতা, ব্যাংকিং ও শরীয়াহ বিষয়ক জ্ঞান উন্নয়নে এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ইসলামী ব্যাংকিং সম্পর্কে গ্রাহক ও সাধারণ মানুষকে প্রশিক্ষিত ও সচেতন করতে হবে। শরীয়াহ নীতিমালা, সুশাসন ও পরিপালনের সংস্কৃতি বাস্তবায়নে ব্যাংক নির্বাহীদের আরও আন্তরিক ও উদ্যোগী হওয়ার আহবান জানান তিনি।

দুই দিনব্যাপী এ রিট্রিট প্রোগ্রামে ব্যাংকের আমানত, বিনিয়োগ, খেলাপি বিনিয়োগ আদায়, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স ও প্রযুক্তিসমৃদ্ধ সেবাসহ সব ধরণের ব্যাংকিং সেবা আরও সমৃদ্ধ ও গতিশীল করার মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকটিকে পূর্ণমাত্রায় ঘুরে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়