
ফাইল ছবি
কিশোরগঞ্জের বজ্রপাতে তিন শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছে। মঙ্গলবার (০৬ মে) দুপুরে জেলার পাকুন্দিয়ায় উপজেলার চরটেকী এলাকায় বজ্রপাতে তিন শিক্ষার্থী মারা যায়।
নিহতরা হলেন- উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ফারিয়া জান্নাত ইরিনা (১৫), একই গ্রামের বাদল মিয়ার মেয়ে আদ্রিতা জান্নাত প্রিয়া (১৫) ও একই গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)। তারা চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঝড়সহ বৃষ্টিপাত শুরু হয়। বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় চরটেকী নামাপাড়া নেমার বাড়ির সামনে পৌঁছালে ঝড়বৃষ্টির কবলে পড়ে তিন স্কুল শিক্ষার্থী। এ সময় বজ্রপাত শুরু হলে গুরুতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারিয়া জান্নাত ইরিনা ও আদ্রিতা জান্নাত প্রিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া আহত বর্ষাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরটেকী গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো. আমিনুল হক জানান, এ ঘটনায় স্কুলে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বজ্রপাতে আরও একজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটির সামনে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত কডু মিয়া (৩৫) ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটির মোতালেব মিয়ার ছেলে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।