Apan Desh | আপন দেশ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের চিরবিদায়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৯, ৬ মে ২০২৫

আপডেট: ১৭:০৩, ৬ মে ২০২৫

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের চিরবিদায়

লুইস গালভান

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লুইস গালভান (৭৭) আর নেই। ১৯৭৮ সালে দেশটির বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এ ফুটবলার। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কয়েক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন সাবেক এ ডিফেন্ডার। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) লুইস গালভান মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গালভান কর্দোবার রেইনা ফাবিওলা ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এএফএ এক বিবৃতিতে জানায়, এ কঠিন সময়ে আমাদের পক্ষ থেকে লুইস গালভানের পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি হৃদয় থেকে সমবেদনা জানাচ্ছি।

আরওপড়ুন<<>>অবশেষে চুক্তি করলেন বিদ্রোহী সাবিনারা

স্বাগতিক দেশ হিসেবে ১৯৭৮ বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। বুয়েন্স এইরেসে অনুষ্ঠিত ফাইনালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারায় স্বাগতিকরা। সেই ফাইনালে সেন্টার-ব্যাক পজিশনে খেলেছিলেন গালভান।

এরপর ১৯৮২ সালে স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপেও খেলেছিলেন এ সেন্টারব্যাক। ১৯৮৩ সালে আন্তর্জাতিক ফুটবল ছাড়ার আগে ৩৪ বার আর্জেন্টিনার জার্সি গায়ে চাপিয়েছেন লুইস গালভান।

উল্লেখ্য, ১৯৭০ সালে আর্জেন্টিনার ক্লাব তালেরেস দে কর্দোবায় ক্যারিয়ার শুরু গালভানের। একটানা ১৯৮২ সাল পর্যন্ত ক্লাবের হয়ে খেলেছেন। ক্যারিয়ারের প্রায় পুরোটাই ক্লাবে কাটান তিনি। মাঝে বলিভিয়ার ক্লাব বলিভারে খেলে ১৯৮৬ সালে আবার নিজ ক্লাবে ফেরেন। দুই দফায় ১৭ মৌসুমে ক্লাবটির হয়ে ৫০৩টি ম্যাচ খেলেন, যা ক্লাবটির হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড।

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়