Apan Desh | আপন দেশ

মারাত্মক আহত তৌসিফ, খেলতে পারবেন না ক্রিকেট লীগ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:১২, ৪ মে ২০২৫

মারাত্মক আহত তৌসিফ, খেলতে পারবেন না ক্রিকেট লীগ

তৌসিফ মাহবুব

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহাবুব গুরুতর আহত হয়েছেন। ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’তে (সিসিটি) অংশ নিতে প্র্যাকটিস সেশনে খেলতে গিয়ে আহত হন তিনি।

শনিবার (০৩ মে) আহত হন জনপ্রিয় এ অভিনেতা। শরীরে বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন তিনি।

চোট প্রসঙ্গে তৌসিফ মাহাবুব সংবাদমাধ্যমকে বলেন, ডান হাতের আঙুলে মারাত্মক আঘাত পেয়েছি। আঙুল ফুলে গেছে, ব্যথা কমেনি। সঙ্গে জ্বরও আছে। আমার কাঠের বলে কখনও খেলা হয়নি, সে চর্চাও নেই।

আরওপড়ুন<<>>‘তার সঙ্গে রাত না কাটালে অভিনয় থেকে বাদ পড়ব’ 

সর্বোচ্চ টেনিস বল দিয়ে খেলেছি। কিন্তু এবার তো কাঠের বল দিয়ে খেলা হচ্ছে। তাই বুঝতে পারিনি। দুই হাতেই আঘাত পেয়েছি। আঙুলের অবস্থা খুব খারাপ বলেও জানান তিনি।

শনিবার থেকে এখন পর্যন্ত পেইন কিলারের ওপরেই আছি জানিয়ে এ অভিনেতা বলেন, যে অবস্থা দেখছি, তাতে আর এবারের টুর্নামেন্ট খেলা হবে না আমার। তবে দর্শক হিসেবে খেলা দেখতে যাব।

উল্লেখ্য, সোমবার (৫ মে) থেকে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)। ১২ মে পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি। সব খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়