
ফাইল ছবি
বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দীপ্ত টিভির স্ক্রলে এ তথ্য জানিয়েছে।
টিভি স্ক্রলে বলা হচ্ছে, অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সকল সংবাদ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই অভ্যুত্থান নিহত ১৪০০ শহীদ নিয়ে সংস্কৃতি উপদেষ্টা ফারুকীকে বিতর্কিত প্রশ্নের জেরে দীপ্ত টিভির সংবাদ সাময়িক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি।
সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় পদক্ষেপ শেষে শীঘ্রই খুলে দেয়া হবে জনপ্রিয় চ্যানেলটির সংবাদ সম্প্রচার। এদিকে বিতর্কিত প্রশ্নের জেরে দীপ্ত টিভি এক সাংবাদিককে চাকরিচ্যুত করেছে বলে জানা গেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।