Apan Desh | আপন দেশ

বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৩, ৫ মে ২০২৫

আপডেট: ১৭:০৬, ৫ মে ২০২৫

বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

নিহত যুবকের স্বজনের আহাজারি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে শাকিব মিয়া (১৮) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (০৪ মে) রাতে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত শাকিব ওই গ্রামের মোতালেব মিয়ার ছেলে। সোমবার (০৫ মে) সকালে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

নিহতের পরিবার জানায়, রোববার রাতে গ্রামের কয়েকজন কাজের কথা বলে শাকিবকে সীমান্তে নিয়ে যায়। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শাকিব গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

আরওপড়ুন<<>>ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাকিব। এ ঘটনায় নিহতের পরিবারের চলছে শোকের মাতম। তারা ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, খবর পেয়েছি শাকিব নামে ওই যুবক সীমান্তে চোরাই মোটরসাইকেল আনতে গিয়েছিলেন। সেখানে বিএসএফ’র গুলিতে গুরুতর আহত হয় সে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক। বর্তমানে তার মরদেহ বাড়িতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়