Apan Desh | আপন দেশ

আইসিসির সেরার দৌঁড়ে মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩১, ৫ মে ২০২৫

আপডেট: ২২:৫৫, ৫ মে ২০২৫

আইসিসির সেরার দৌঁড়ে মিরাজ

মেহেদী হাসান মিরাজ

বাংলাদেশের ক্রিকেট দল জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে মেহেদী হাসান মিরাজ তার নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার পেলেন আন্তর্জাতিক স্বীকৃতির হাত ধরে।

প্রথমবারের মতো আইসিসি মাসসেরা ক্রিকেটার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এ অলরাউন্ডার।

সিলেট ও চট্টগ্রামের দুই টেস্টেই মিরাজ ব্যাটে-বলে ছিলেন দুর্দান্ত। সিলেটে ১০ উইকেট শিকার করে স্পিন ঘূর্ণিতে গুঁড়িয়ে দেন জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। দল হারলেও ম্যাচে তার বোলিং পারফরম্যান্স ছিল অবিস্মরণীয়। এরপর চট্টগ্রামে-ব্যাটে ১০৪ রানের ইনিংস, আর বল হাতে ৫ উইকেট। ইনিংস ব্যবধানে জয়ের নায়ক মিরাজ।

দুই ম্যাচে ১৫ উইকেট আর ব্যাট হাতে ১১৬ রান তুলে নিয়ে জিতে নেন সিরিজ সেরার পুরস্কার। তার সাফল্যের ছাপ পৌঁছেছে আইসিসির দরজায়।

আরও পড়ুন>>>শ্রীলঙ্কার কাছে ২৭ রানে হারল বাংলাদেশ

মিরাজের সঙ্গে মাসসেরার দৌড়ে রয়েছেন আরও দুই পেসার। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি সিলেট টেস্টে নেন ৯ উইকেট, যার বড় ভাগ প্রথম ইনিংসে। ওই পারফরম্যান্সে জিম্বাবুয়ে পায় ঐতিহাসিক জয়। আর নিউজিল্যান্ডের বেন সিয়ার্স নিজের দেশে পাকিস্তানের বিপক্ষে মাত্র দুটি ওয়ানডে খেলে তুলে নেন ১০ উইকেট।

২০২১ সাল থেকে চালু হওয়া মাসসেরা ক্রিকেটার পুরস্কারে এর আগে বাংলাদেশের পক্ষে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও নাহিদা আক্তার পেয়েছেন এ স্বীকৃতি। পুরুষ ক্রিকেটার হিসেবে সাকিব ২০২৩ সালের মার্চে এ পুরস্কার জেতেন। প্রায় দুই বছর পর আবার সেই সম্ভাবনা জাগিয়েছে মিরাজ।

ভোটিং এখনও চলছে। আইসিসির নিরপেক্ষ ভোটিং অ্যাকাডেমি ও ক্রিকেটপ্রেমীদের সম্মিলিত ভোটে ঠিক হবে কে হবেন এপ্রিলের সেরা।

আপন দেশ/আরআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়