
হযরত শাহজাহাল বিমান বন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে ফেরা দেশের গণতন্ত্র উত্তরণকে সহজ করবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (০৬ মে) সকালে রাজধানীর হযরত শাহজাহাল বিমান বন্দরে তিনি সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া দীর্ঘকাল ফ্যাসিবাদের নির্যাতনে নির্যাতিত হয়ে ছিলেন; ফ্যাসিবাদ বিদায় নিলে কারাবন্দীত্ব থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। সেখানে প্রায় চার মাস চিকিৎসা শেষে আজকে দেশে ফিরে আসছেন—এটি আমাদের জন্য, জাতির জন্য একটি আনন্দের দিন।
বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রে উত্তরণের এই সময়ে তার উপস্থিতি একটি উল্লেখযোগ্য দিক। তার ফিরে আসা আমাদের গণতন্ত্র উত্তরণে সহজ করবে। দেশকে সঠিক ও বৈষম্যহীন পথে নিয়ে যেতে সহযোগিতা করবে।
খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশত্যাগের পর দীর্ঘ ১৭ বছর পর এবারই প্রথম দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।
সোমবার (০৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপহার দেয়া এক রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া; এ সময় সেখানে বিমানবন্দরে বিদায় জানান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।