Apan Desh | আপন দেশ

আমিরাতে লটারিতে ৯ কোটি টাকা জিতল দুই বাংলাদেশি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:৪১, ২৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:৪২, ২৬ এপ্রিল ২০২৫

আমিরাতে লটারিতে ৯ কোটি টাকা জিতল দুই বাংলাদেশি

ছবি: সংগৃহীত

মধ্যপ্রচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বড় লটারি জিতেছেন মিনহাজ চৌধুরী (৩৮) ও রবিউল হাসান নামে দুই বাংলাদেশি। এ দুই প্রবাসী ১ লাখ ৫০ হাজার করে দিরহাম জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ, দুজনে ৯ কোটি টাকারও বেশি অর্থ পেয়েছেন। তবে এদের দুজনের কেউই আবুধাবিতে থাকেন না। তারা কাতার ও ওমানে কর্মরত।

মিনহাজ গত ১৫ বছর ধরে ওমানে বসবাস করছেন। আর রবিউল ৮ বছর ধরে কাতারে গাড়িচালকের চাকরি করছেন। ইন্টারনেটের মাধ্যমে লটারির টিকিট কিনেছিলেন এ দুই প্রবাসী। শুক্রবার (২৫ এপ্রিল) আবুধাবিতে সেই লটারির ড্র হয়েছে। আমিরাতের রাজধানী আবুধাবিভিত্তিক সংস্থা বিগ টিকিট ছিল এ লটারি অনুষ্ঠানের আয়োজক।

লটারি জয়ের পর গালফ নিউজকে মিনহাজ চৌধুরী বলেন, আমার কাছে লটারির আয়োজক সংস্থার পক্ষ থেকে ফোন এসেছিল, তখন বিশ্বাস করিনি। পরে মেইল চেক করে জানতে পারলাম দেড় লাখ দিরহাম জিতেছি। জীবনে প্রথম আমি এতোবড় একটি লটারি জিতলাম। কখনও ভাবতে পারিনি যে আমিও জিততে পারি।

আরওপড়ুন<<>>পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

একই প্রতিক্রিয়া জানিয়েছেন রবিউল হাসানও। ভাগ্য অন্বেষণ করতে ৮ বছর আগে বাংলাদেশের চট্টগ্রাম থেকে কাতারে এসেছেন তিনি। তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে প্রথম বিগ টিকিটের লটারি সম্পর্কে জানতে পারেন। তার পর থেকেই লটারির টিকিট কেনা শুরু করেছিলেন তিনি। কিন্তু ভাগ্যের শিকে ছিঁড়ল প্রথম।

গালফ নিউজকে তিনি বলেন, আমি যে কী পরিমাণ আনন্দিত, বলে বোঝাতে পারব না। এটা দারুন একটা ব্যাপার। যখন প্রথম খবর পেলাম আমি জিতেছি, সে সময় রীতিমতো লাফাতে ইচ্ছে করছিল আমার।

বিগ টিকিট সংস্থার সূত্রে জানা গেছে, শুক্রবার যে টিকিটের লটারি হয়েছে, সেটি ছিল সাপ্তাহিক লটারির টিকিট। সেখানে দেড় লাখ করে দিরহাম জিতেছেন মোট ৫ জন। মিনহাজ এবং রবিউল এ পাঁচজনের মধ্যে অন্যতম। সূত্র : গালফ নিউজ

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়