
ছবি : আপন দেশ
টেন্ডারবাজি, ঘুষ গ্রহণসহ নানা অভিযোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৭সেপ্টেম্বর) সকালে দুদক রাঙামাটি জেলার উপ-পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে মো. জাহিদ কালাম বলেন, রাঙামাটি জেলা পরিষদের বিরুদ্ধে টেন্ডারবাজি, ঘুষ গ্রহণ, বিল আটকিয়ে চাঁদাবাজি, কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে প্রধান কার্যালয় থেকে আমাদের উপর দায়িত্ব প্রদান করেছে যাতে আমরা অভিযান পরিচালনা করি। আমরা সরেজমিনে এসে দেখেছি কর্মক্ষেত্রে বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত রয়েছে। নানা অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন রেকর্ডের তথ্য চেয়েছি তাদের কাছে। তবে তারা বেশিরভাগ তথ্য দাখিল করতে ব্যর্থ হয়েছেন।
আরও পড়ুন<<>>শিক্ষকদের ছাতা উপহার দিলেন বিএনপি নেতা টুকু
জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নানা অভিযোগের ব্যাপারে মো. জাহিদ কালাম বলেন, তার বিরুদ্ধে একটি ফাইল অনুসন্ধান করা হচ্ছে। এখনকার যেসব অভিযোগগুলো আসা শুরু হয়েছে আমরা সেগুলো যাচাই করবো।
তিনি আরও বলেন, জেলা পরিষদের ১৬টি বিষয়ে অভিযোগ রয়েছে। যেমন-বাজারফান্ড, হাঁস-মুরগী খামার, যুব উন্নয়ন অধিদফতর, সমবায় অধিদফতর, সমাজ সেবা, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নিয়োগ বাণিজ্য, পদায়ন বাণিজ্যসহ একাধিক বিষয়ে অভিযোগ রয়েছে। রেকর্ডপত্রে যেখানে গরমিল পাওয়া যাবে সেই ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
এসময় দুদকের রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।