Apan Desh | আপন দেশ

শিক্ষকদের ছাতা উপহার দিলেন বিএনপি নেতা টুকু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৮, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৩:১৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫

শিক্ষকদের ছাতা উপহার দিলেন বিএনপি নেতা টুকু

ছবি : আপন দেশ

ঋতু বদলে বর্ষাকাল বিদায় নিলেও বৃষ্টি অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েন নানা শ্রেণী পেশার মানুষ। তাদের দর্দশা কিছুটা কমাতো বিতরণ করা হয়েছে অতি জরুরি ছাতা। টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চলে বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের ছাতা উপহার দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মাহমুদ নগর  ইউনিয়নের মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়, কোরেশ নগর ফাজিল ডিগ্রী মাদ্রাসা, কুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোরেশ নগর এতিম খানা ও হাফিজিয়া মাদ্রাসা, সরাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের মাঝে টুকুর পক্ষে ছাতা বিতরণ করা হয়। 

আরও পড়ুৃন<<>>বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

ছাতা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মামুদ নগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মনির, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন, সদর থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুল আলিম, সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সদর উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মজনু মন্ডল, অত্র ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ। এছাড়াও বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়