Apan Desh | আপন দেশ

নরওয়ের জিএমের সঙ্গে ড্রয়ে বিশ্বকাপ শুরু নীড়ের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৪, ২ নভেম্বর ২০২৫

নরওয়ের জিএমের সঙ্গে ড্রয়ে বিশ্বকাপ শুরু নীড়ের

দাবাড়ু মনন রেজা নীড়

ভারতের গোয়ায় বসেছে বিশ্বকাপ দাবার আসর। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান হার দিয়ে শুরু করলেও মনন রেজা নীড় ড্রয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছেন। তার প্রতিপক্ষ ছিলেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার তারি আর আয়ান। যার রেটিং ২৬৩১। সেখানে নীড়ের রেটিং ২৩৬৯।

হাই প্রোফাইল রেটিংধারীর বিপক্ষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার নীড় সাদা ঘুটিতে ড্র করেন। রোববার (০২ নভেম্বর) দ্বিতীয় ম্যাচে নীড় কালো ঘুটি নিয়ে খেলবেন। কালও যদি ড্র হয় তাহলে দুইজনের মধ্যে র‍্যাপিড খেলা হবে।

আরও পড়ুন<<>>ভারত-দক্ষিণ আফ্রিকার শিরোপা লড়াই আজ 

র‌্যাপিডেও খেলা অমীমাংসিত থাকলে তখন ব্লিটজ অনুষ্ঠিত হবে। আর কাল নীড় জিতলে পরের রাউন্ডে খেলবেন। অন্যদিকে ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার জিতে যান তাহলে তিনি দ্বিতীয় রাউন্ডে খেলবেন।

বাংলাদেশের আরেক আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের প্রতিপক্ষ ছিলেন ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার ইভানচুক। ফাহাদের (২৪১৬) চেয়ে ২০০ রেটিং এগিয়ে ইউক্রেনের এ দাবাড়ু। ফাহাদ সাদা ঘুটি নিয়ে ইউরোপের এ গ্র্যান্ডমাস্টারকে আটকাতে পারেননি। রোববার ড্র কিংবা হারলে ফাহাদ টুর্নামেন্ট থেকে বিদায় নেবেন। জিতলে আবার টিকে থাকবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়