Apan Desh | আপন দেশ

দাবা ফেডারেশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মনন রেজার

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৭, ২৮ অক্টোবর ২০২৫

দাবা ফেডারেশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মনন রেজার

দাবাড়ু মনন রেজা: ফাইল ছবি

ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে ফিদে বিশ্বকাপ দাবা। ওই টুর্নামেন্টে অংশ নিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা ছাড়বেন বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার দাবাড়ু মনন রেজা ও ফাহাদ রহমান। তবে ভারতে যাওয়ার আগে ফেডারেশনের আর্থিক বিষয়ে গুরুতর অভিযোগ তুলেছেন মনন। 

নিজের ফেসবুকে পোস্ট দিয়ে মনন উল্লেখ করেন, আমি ও মোহাম্মদ ফাহাদ রহমানের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য দাবা ফেডারেশন ১৩ লাখ ৪৪ হাজার টাকা চেয়ে চিঠি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। বাস্তবে আমরা দেড় লাখ টাকা করে দুইজনে ৩ লাখ টাকা পেয়েছি। যদি আমারে অংশগ্রহণের জন্য এ অর্থ ক্রীড়া মন্ত্রণালয়ে চাওয়া হয়ে থাকে, তাহলে খেলোয়াড়দের মাত্র ৩ লাখ টাকা দেয়া হলো কেন? বাকি টাকা কোথায় গেলো?’ 

আরও পড়ুন<<>>আগামী বিশ্বকাপে খেলার প্রস্তুতি নিচ্ছেন মেসি

মনন ওই স্ট্যাটাসে আরো লিখেছেন, ফেডারেশন বলছে যে টাকা এখনও পাওয়া যায়নি, যা সম্পূর্ণ রসিকতা বলে মনে হচ্ছে। কারণ, যদি না পাওয়া হয় তাহলে ৩ লাখ টাকা কোথা থেকে এলো। যদি সত্যিই তাই হয়, তাহলে আমি ক্রীড়া মন্ত্রণালয়কে বাংলাদেশ দাবা ফেডারেশনকে মাত্র ৩ লাখ থেকে সর্বোচ্চ ৪ লাখ টাকা দেয়ার অনুরোধ করছি। কারণ আমরা এটাই পেয়েছি। বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড় হিসাবে, আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সম্মানের দাবিদার।

এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. মো. তৈয়বুর রহমান বলেন, কোনো তথ্য না জেনেই এমন একটি পোস্ট দিয়েছে। মনন রেজা যে চিঠিটি পোস্টের সঙ্গে দিয়েছে সেটা মন্ত্রণালয়ে চাওয়া জিও'র চিঠি। তার আগে আমরা বাজেটসহ অর্থ চেয়ে চিঠি দিয়েছিলাম। আর টাকা আমরা এখনো পাইনি। আমরা যে বাজেট উল্লেখ করে সরকারের কাছে অর্থ চেয়েছিলাম সেখানে সবকিছু পরিষ্কার করা আছে। সেখানে কোচের দুই মাসের বেতনসহ (সাত হাজার মার্কিন ডলার) সব খাত। ফেডারেশনের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করায় মনন রেজাকে শোকজ না করে উপায় নেই। তাকে ফেসবুক স্ট্যাটাস ডিলেট করতে বলেছি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়