Apan Desh | আপন দেশ

আগামী বিশ্বকাপে খেলার প্রস্তুতি নিচ্ছেন মেসি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৯, ২৮ অক্টোবর ২০২৫

আগামী বিশ্বকাপে খেলার প্রস্তুতি নিচ্ছেন মেসি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি

একজন ফুটবলার হিসেবে কোনো অপূর্ণতা নেই লিওনেল মেসির জীবনে। কোপা আমেরিকা, ফিফা বিশ্বকাপসহ বৈশ্বিক প্রায় সব শিরোপার স্বাদ পেয়েছেন এ আর্জেন্টাইন মহাতারকা। পাশাপাশি বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন শুরু করে দিয়েছেন এলএম টেন খ্যাত এ তারকা। তবে সবকিছু নির্ভর করবে তার ফিটনেসের ওপর।

এ বিষয়ে ইন্টার মায়ামি তারকা জানান, আপাতত তিনি একদিন একদিন করে এগোচ্ছেন এবং মাঠে নামবেন কেবল তখনই, যখন শতভাগ ফিট থাকবেন এবং দলের জন্য কার্যকর অবদান রাখতে পারবেন।

স্থানীয় সময় সোমবার (২৭ অক্টোবর) এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, সত্যি বলতে, বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া অসাধারণ একটা বিষয়। আমি অবশ্যই সেখানে থাকতে চাই—ভালো লাগবে যদি শারীরিকভাবে ভালো থাকি এবং আমার জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।

তিনি আরও বলেছেন, আগামী বছর ইন্টার মায়ামির সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরুর পর প্রতিদিন দেখে বুঝবো আমি আসলেই শতভাগ ফিট কি না। এটা নিয়ে আমি খুব আগ্রহী, কারণ এটা তো বিশ্বকাপ। আমরা শেষ বিশ্বকাপটা জিতেছি, আর আবারও সেটি রক্ষার সুযোগ পাওয়া এক দারুণ অনুভূতি। জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই এক স্বপ্ন, বিশেষ করে অফিসিয়াল টুর্নামেন্টে। আশা করি, ঈশ্বর চাইলে আবারও সে সুযোগ পাবো।

মেসি এর আগেও জানিয়েছিলেন, বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত তিনি সময় করেই নেবেন। গত সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতেও সংবাদমাধ্যমকে বলেছিলেন, দেখা যাবে-সবকিছুই নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর।

আরও পড়ুন<<>>অসম্মান-বাজে আচরণ সহ্য  করবো না: বাংলাদেশ কোচ

ভেনেজুয়েলাকে হারানোর পর এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন, আমি ভালো থাকার চেষ্টা করছি, আর সবচেয়ে বড় কথা—নিজের সঙ্গে সৎ থাকার চেষ্টা করছি। যখন ভালো লাগছে, তখন খেলাটা উপভোগ করি; কিন্তু যখন ভালো লাগে না, তখন সত্যিই খারাপ সময় কাটে। তাই যদি ভালো না লাগে, তাহলে খেলার পক্ষে নই আমি। এখনও বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেইনি। মৌসুম শেষ করবো, তারপর প্রাক-মৌসুম শুরু হবে, এরপর ছয় মাস সময় থাকবে। তখন দেখা যাবে কেমন লাগে। আশা করি, ২০২৬ সালের প্রাক-মৌসুমটা ভালোভাবে শুরু করতে পারবো, এমএলএস মৌসুমটাও ভালোভাবে শেষ করবো, তারপরই সিদ্ধান্ত নেবো।

২০২৫ মৌসুমজুড়ে ইন্টার মায়ামির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মেসি। এমএলএস, লিগস কাপ, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ও ক্লাব বিশ্বকাপ—সব প্রতিযোগিতাতেই দলের মূল ভরসার জায়গা ছিলেন তিনি। এবারে ২৮ ম্যাচে ২৯ গোল করে জিতেছেন প্রথম এমএলএস গোল্ডেন বুট।

এছাড়া, ইন্টার মায়ামির হয়ে অবদানের জন্য ২০২৫ এমএলএস এমভিপি পুরস্কারের চূড়ান্ত মনোনয়নেও আছেন তিনি। যদি জেতেন, তাহলে তিনিই হবেন টানা দুই মৌসুমে এ পুরস্কার জয়ী প্রথম খেলোয়াড়। সম্প্রতি মায়ামির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেছেন মেসি, যা চলবে ২০২৮ মৌসুম পর্যন্ত।

এনবিসিকে মেসি বলেছেন, আমি সবসময় বলেছি খেলা চালিয়ে যাবো কি না, সেটি নির্ভর করবে প্রতিদিনের অনুভূতি ও আমার শারীরিক ও মানসিক অবস্থার ওপর। এই বছরটা আমার জন্য সত্যিই ভালো কেটেছে। মায়ামিতে সুখে-শান্তিতে কাটাচ্ছি, আমার পরিবারও তাই। ফলে সিদ্ধান্তটা সহজই ছিল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়