
ছবি : আপন দেশ
দীর্ঘ দিন ধরে রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মৌসুম আলী। পরিবর্তিত পরিস্থিতিতে তিনি এখন সাবেক। রাগবিতে এসেছে নতুন এডহক কমিটি। সে কমিটি প্রথমবার আয়োজন করতে যাচ্ছে ‘জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি’।
শুক্রবার (১৬ মে) মাঠে গড়াবে এ টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মূহাম্মদ ইউনুসের ছোট মেয়ে দিনা আফরোজ ইউনুস। নেপালে তিন ম্যাচের সিরিজ এবং দক্ষিণ এশিয় গেমসে খেলোয়াড় বাছাইয়ের জন্য জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবির আয়োজন করছে ফেডারেশন। উদ্বোধনী দিনে খেলাটি দেখতে পলটনের মাঠে আসবেন দিনা আফরোজ ইউনুস।
বুধবার (১৪ মে) হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফেডারেশনের সহসভাপতি ব্যারিষ্টার আনিসুজ্জামান। আট গ্রুপে ২৪ দলের অংশগ্রহনে শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট। নতুন কমিটির প্রথম টুর্নামেন্ট এটি।
এ নিয়ে পলটনের আউটার স্টেডিয়ামে সাজ সাজ রব। খেলোয়াড়দের জন্য ফ্যান, এয়ারকুলারের ব্যবস্থা করা হচ্ছে। তাবু টাঙ্গিয়ে বিশ্রামের ব্যবস্থা করা হচ্ছে। বাহারি ডিজাইনের স্টেজ করা হচ্ছে।
ব্যারিষ্টার আনিসুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টা ড. মূহাম্মদ ইউনুসের মেয়ে দিনা আফরোজ ইউনুস আসবেন রাগবি খেলা দেখতে। তাই আমরা সাজ সজ্জার বাজেও পাঁচগুন বাড়িয়েছি। মূলত দিনা আফরোজ ইউনুস আমার বন্ধু। তাই অনুরোধ ফেলতে পারেননি তিনি।
এ সময় ফেডারেশনের সাধারন সম্পাদক আখতার উজ জামান ও পৃষ্ঠপোষক ক্রিস্টাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সেক্রেটারী এম মাহফুজুর রহমান (এফসিএ)।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।