বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। আজ সেখানে প্রতিধ্বনিত হচ্ছে ক্ষুধার কান্না। শুধু মানুষের নয়—ক্ষুধায় কাঁদছে কুকুর, বিড়াল, কাক। খাদ্যাভাব এতটাই প্রকট যে, সৈকতের বালিতে ঝিনুকের উজ্জ্বলতা থেকেও বেশি ঝলসে উঠছে মানুষের অসহায়তা। অথচ আমাদের কাছে দ্বীপটি এখনো “পর্যটনের স্বর্গ” নামে পরিচিত—নির্বাক ছবি, সাজানো ক্যাম্পেইন, আর মিডিয়ার মেকআপে।