Apan Desh | আপন দেশ

জাতীয় ঐক্যে ভূমিকা রাখবেন খালেদা জিয়া: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১০, ৬ মে ২০২৫

আপডেট: ২০:২৬, ৬ মে ২০২৫

জাতীয় ঐক্যে ভূমিকা রাখবেন খালেদা জিয়া: জিএম কাদের

সংগৃহীত ছবি

দীর্ঘদিন লন্ডনে চিকিৎসাধীন থাকার পর খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত। বলেছেন, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টির মাধ্যমে দৃঢ় ঐক্য গড়ে তুলবেন। দেশের বর্তমান সংকটময় পরিস্থিতির অবসানে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করি।

মঙ্গলবার (০৬ মে) জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, অর্থনৈতিক সংকট, সামাজিক অস্থিরতা, আইনশৃঙ্খলার অবনতি ও অস্থিতিশীল রাজনীতি দেশকে এক ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করছে। পরস্পরের প্রতি ঘৃণা-বিদ্বেষ, রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিভক্তি ও প্রতিহিংসার রাজনীতির প্রসার ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।

আরওপড়ুন<<>>খালেদা জিয়ার ফেরা গণতন্ত্র উত্তরণকে সহজ করবে: মির্জা ফখরুল

দেশ দিন দিন এক সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে জানিয়ে জিএম বলেন, এ পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার মতো বিজ্ঞ-অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদ, জনগণের মধ্যে পরস্পরের প্রতি সহনশীলতা, সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টির মাধ্যমে দৃঢ় ঐক্য গড়ে তুলবেন। দেশের এ সংকটময় পরিস্থিতির অবসানে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করি। আমরা আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

উল্লেখ্য, যুক্তরাজ্যে চার মাস ধরে চিকিৎসা শেষে আজ সকাল ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহন করা বিশেষ রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। বিমানবন্দরে পৌঁছানোর পর খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপির শীর্ষ নেতারা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ২০ মিনিটে নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি। দুপুর ১টা ২৬ মিনিটে বাসায় পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী।

আপন দেশ/এমএইচ 
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়