Apan Desh | আপন দেশ

বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন সামিত সোম

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২১:৫৫, ৬ মে ২০২৫

আপডেট: ২২:৩৫, ৬ মে ২০২৫

বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন সামিত সোম

কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম।

অবশেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। মঙ্গলবার (০৬ মে) তাকে ফিফার ডিসেপ্লিনারী কমিটি ক্লিয়ারেন্স প্রদান করে।

বাংলাদেশের জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর অভিষেক হয়েছে গত ২৫ মার্চ। তারপর থেকে গুঞ্জন শুরু হয় কানাডার লিগে সামিত সোমকে নিয়ে। প্রাথমিকভাবে দুই সপ্তাহ সময় নিয়েছিলেন এই প্রবাসী ফুটবলার। পরে সুখবর দেন তিনি, ‘বাংলাদেশ হয়ে খেলতে চাই’। এরপর থেকেই শুরু হয় সব প্রক্রিয়া।

শুক্রবার (০২ মে) রাতে কানাডার টরেন্টোর বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেন সামিত। তারপর ৭২ ঘণ্টার মধ্যেই প্রস্তুত হয়ে যায় তার ই-পাসপোর্ট।  

আরও পড়ুন>>>হামজাকে দেখেই বাংলাদেশে খেলার সিদ্ধান্ত সামিতের

এর আগে ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্রও সংগ্রহ করেন তিনি। প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত করে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আবেদন করা হয়।এরপর সেই আবেদন বিবেচনায় নিয়েই ফিফা তাকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র দেয়।

আরও পড়ুন>>>বাংলাদেশের হয়ে খেলতে চান কানাডার সামিত

কানাডা প্রবাসী সামিত সোমের বাবা-মা দুজনই বাংলাদেশি। বর্তমানে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসি-তে খেলছেন। উল্লেখ্য, এর আগে কানাডার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচেও অংশ নিয়েছিলেন সামিত।

আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ধারনা করা হচ্ছে, সে ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে সামিত সোমের।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়