Apan Desh | আপন দেশ

বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৭, ৬ মে ২০২৫

বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

শান্তনু কর্মকার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পুকুরে গোসল করতে নেমে শান্তনু কর্মকার নামে এক শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছেন। মঙ্গলবার (০৬ মে) বিকেলে ক্যাম্পাসের খানজাহান আলী হলসংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

শান্তনু বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকার রাজার দেউরি এলাকার সুকুমার চন্দ্র কর্মকারের ছেলে।

ফায়ার সার্ভিসের খুলনা সদর স্টেশনের ফায়ার ম্যান বলেন, আমরা বিকেল ৩টার দিকে খবর পাই কুয়েটে একজন ডুবে গেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চলে আসি। পানিতে নেমে সর্বোচ্চ ৩ মিনিটের মধ্যে মরদেহ শনাক্ত ও উদ্ধার করি।

আরওপড়ুন<<>>অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার জানান, পুকুরে ডুবে যাওয়া শিক্ষার্থীকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খানজাহান আলী থানার ওসি কবির হোসেন জানান, দুপুর ৩টার দিকে শিক্ষার্থী শান্তনু গোসল করতে কুয়েটের পুকুরে নামে। তার আসাতে দেরি দেখে সহপাঠীরা পুকুরের চারপাশে খোঁজ নিতে থাকে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেলে তাকে পুকুর থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়