Apan Desh | আপন দেশ

পটুয়াখালীতে সাংবাদিকের ওপর যুবদল নেতার হামলা

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ১৯:২৬, ৬ মে ২০২৫

পটুয়াখালীতে সাংবাদিকের ওপর যুবদল নেতার হামলা

ফাইল ছবি

দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি জলিলুর রহমান। পটুয়াখালীতে পেশাগত দায়িত্ব পালনকালে তার ওপর অতর্কিত হামলা চালিয়েছেন জেলা যুবদলের এক নেতা।

মঙ্গলবার (০৬ মে) দুপুর ২টার দিকে পটুয়াখালীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলার সময় সেখানে প্রকৌশলী হোসেন আলী মীর, সহকারী প্রকৌশলী মো. কামাল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক জলিলুর রহমান জানান, তিনি প্রকল্প–সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে এলজিইডি কার্যালয়ে যান। কিছুক্ষণ পর সেখানে হাজির হন জেলা যুবদলের সহ-সভাপতি গোলাম রাব্বানী। তিনি অফিসে ঢুকেই উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে মারধর শুরু করেন।

আরও পড়ুন>>>ঈদুল আজহায় ছুটি ১০ দিন: প্রেস সচিব

সাংবাদিক জলিলুর জানান, প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তাদের সামনেই তাকে কিল-ঘুষি মারা হয়। এরপর অফিস থেকে টেনে-হিঁচড়ে বের করে সিঁড়িতে নিয়ে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। পরে উপস্থিত কর্মকর্তারা তাকে উদ্ধার করেন।

এ সময় অফিসে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কে অনেকেই নিরাপদ স্থানে সরে যান। মারধরের সময় সহকারী প্রকৌশলী মো. কামাল হোসেনও আহত হন।

জলিলুর রহমান জানান, আমি নিয়মিত কাজের অংশ হিসেবে তথ্য নিতে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ গোলাম রাব্বানী আমার ওপর হামলা করেন। এর আগে তিন মাস আগেও তিনি প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দিয়েছিলেন। আজ আবার হামলা চালালেন। এটা শুধু ব্যক্তিগত নিরাপত্তা নয়, সাংবাদিকতার স্বাধীনতার ওপরও হুমকি। 

হামলাকারীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়