Apan Desh | আপন দেশ

ফ্যাসিবাদের দোসর সাইফুল গংদের পদত্যাগ দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫১, ৬ মে ২০২৫

আপডেট: ২১:৪৫, ৬ মে ২০২৫

ফ্যাসিবাদের দোসর সাইফুল গংদের পদত্যাগ দাবিতে মানববন্ধন

ছবি: আপন দেশ

ফ্যাসিবাদদের দোসর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পরিচালক মো. সাইফুল ইসলাম গংদের দুনীতির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (০৬ মে) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক পরিষদ ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন (জুলাই বিপ্লবের একটি সহযোগী সংগঠন) যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় সাইফুল ইসলাম গংদের পদত্যাগের দাবি জানান সংগঠনের নেতাকর্মী ও অতিথিরা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনও বহাল তবিয়তে আছে, তাদেরকে অপসারণ করতে হবে। বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার ও বাক স্বাধীনতাকে হরণ করেছিল। তাই তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। 

আরওপড়ুন<<>>‌‌‘নারী সংস্কার কমিশনের প্রস্তাবে কিছু প্রতিক্রিয়া আক্রমণাত্মক’

তিনি বলেন, সাবের হোসেন চৌধুরীর মতো অপরাধী কিভাবে ছাড়া পায়, সে হত্যা মামলার আসামি। বিএনপিকে শেষ করতে চেয়েছিল আওয়ামী লীগ। আজ দেশ থেকেই তারাই বিতাড়িত হয়ে গেছে। যারা বিএনপিকে মাইনাস করতে চাই, তারা দেশের রাজনীতি থেকেই হারিয়ে যাবেন। সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার আহবান জানান বিএনপির এ নেতা।

এবি পার্টির সিনিয়র সহ সভাপতি মেজর (অব.) ডা. আব্দুল ওহাব মিনার বলেন, বিগত ফ্যাসিস আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তারাদের অপসারণে আজকের এ মানববন্ধনে আপনাদের দাবির সঙ্গে আমি সহমত পোষণ করছি। ফ্যাসিবাদের দোসর সাইফুল ইসলাম গংদের বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন তিনি।

ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন ,ফ্যাসিবাদদের দোসর এবং শিক্ষা বিভাগ ধ্বংস করার মূল পরিকল্পনাকারী পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পরিচালক মো. সাইফুল ইসলাম গংদের অপকর্ম-দুর্নীতির বিরুদ্ধে আজকের এ মানববন্ধন।

বক্তারা বলেন, মন্ত্রিপরিষদ সচিব ও সাবেক শিক্ষা সচিব শেখ আব্দুর রশিদের সিদ্ধান্ত অনুযায়ী ফ্যাসিস্ট আমলের বিভাগ/জেলা পর্যায়ে কলেজের প্রিন্সিপাল/ভাইস প্রিন্সিপালদের ডিসি- এসপির মতো ওএসডি বা উপজেলা পর্যায়ে পাঠাতে হবে। ফ্যাসিস্ট আমলে এনএসআই’র নিয়োগকৃত ছাত্রলীগ অফিসারদের রিপোর্টের বাহানা করে বদলি করা যাবে না।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়