Apan Desh | আপন দেশ

ছাত্রীকে নিয়ে লাপাত্তা মাদ্রাসা শিক্ষক

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৯, ১৮ ডিসেম্বর ২০২৫

ছাত্রীকে নিয়ে লাপাত্তা মাদ্রাসা শিক্ষক

ছবি : আপন দেশ

নবম শ্রেণিতে পড়ুয়া এক নাবালিকা ছাত্রীকে নিয়ে পালিয়েছেন তালহা খান (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষক। লাপাত্তা হওয়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষ ওই শিক্ষককে শোকজ করেছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের একটি মাদ্রাসার। মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, গত ০৭ ডিসেম্বর মাদ্রাসার পরীক্ষা শেষে আরবি বিভাগের শিক্ষক তালহা খান ওই মাদ্রাসার নবম শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যান। বিষয়টি টের পেয়ে ওই ছাত্রীর অভিভাবক মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে প্রথমে মৌখিক ও পরবর্তীতে লিখিতভাবে জানান। 

আরও পড়ুন<<>>নোয়াখালীতে গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ

ঘটনা জেনে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইলিয়াছ তপাদার মাদ্রাসার সম্মান রক্ষার্থে ওই মাদ্রাসা শিক্ষার্থীকে দুই দিনের মধ্যে উদ্ধার করে অভিভাবকের কাছে পৌঁছে দেন।

একই সঙ্গে ওই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন। ঘটনার পর থেকে ওই মাদ্রাসা শিক্ষক মাদ্রাসায় ফেরেননি।

বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের মো. রুহুল আমিন ও মাদ্রাসার সভাপতি অভিভাবকের কাছে ছাত্রীকে পৌঁছে দিয়েছেন। একই সঙ্গে আরবি শিক্ষক তালহা খানকে গত ১০ ডিসেম্বর শোকজ করা হয়; যা গত ১৪ ডিসেম্বর ডাকযোগে তার কাছে পাঠানো হয়েছে।

তালহা খান ২০২৩ সালে মাদ্রাসায় যোগদান করেন। তার বাড়ি পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার রবিদাসপাড়ায়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়