বিএনপি পচনের নগ্ন প্রতিচ্ছবি সাবেক ইউনিয়নিস্ট বাবুল
কালের বাম ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল আজ দুর্নীতি, টাকার বাণিজ্য আর প্রতিপক্ষের সঙ্গে আঁতাতে জড়িয়ে পড়েছেন। দলীয় পদ বিক্রি, চাঁদাবাজি, লুটপাট, প্রতারণা ও স্বজনপ্রীতির মাধ্যমে তিনি বিএনপিকে মীরজাফরের রাজনীতির দিকে ঠেলে দিচ্ছেন। বল দিচ্ছেন প্রতিপক্ষের কোটে। বাবুলের আদর্শহীন এ রাজনীতি কেবল মেলান্দহ নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক পচনের নগ্ন প্রতিচ্ছবি।
১২:৩১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার