তারেক রহমানের প্রত্যাবর্তনে নেতাকর্মীদের যা করতে নিষেধ করল বিএনপি
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগ এলাকায় এক বর্ণাঢ্য স্বাগত মিছিল শেষে তিনি এ নির্দেশনা দেন।
রিজভী জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সারা দেশে আনন্দের বন্যা বইছে, লাখ লাখ মানুষ ঢাকায় আসছেন। নেতাকর্মীদের রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানানোর অনুরোধ। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতা বরদাশত করা হবে না। জনসমাগম যত বড়ই হোক, সবাইকে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে হবে।
০৮:০৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার