Apan Desh | আপন দেশ

অস্ট্রিয়াকে হারিয়ে শেষটা রাঙাতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩১, ৮ ডিসেম্বর ২০২৫

অস্ট্রিয়াকে হারিয়ে শেষটা রাঙাতে চায় বাংলাদেশ

ছবি: বাংলাদেশ হকি ফেডারেশন

নিজেদের হকির ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। প্রথমবারের মতো অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে খেলতে গিয়েই নজর কেড়েছেন লাল সবুজের যুবারা। তাদের মধ্যে অন্যতম আমিরুল ইসলাম। পাঁচ ম্যাচ খেলে চারটি হ্যাটট্রিক করেছেন এ তরুণ উদীয়মান তারকা। ১৫ গোল করে রয়েছেন সর্বাধিক গোলদাতাদের তালিকায় শীর্ষে। 

সোমবার (০৮ ডিসেম্বর) ১৭তম স্থান নির্ধারণী খেলায় অস্ট্রিয়ার বিপক্ষে টার্ফে নামবে লাল সবুজ দল। বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচটি জিতলে বাংলাদেশ স্থান পাবে ১৭-তে। পাশাপাশি 'চ্যালেঞ্জার্স কাপ' নামে একটি ট্রফিও পাবে কোচ আইকম্যানের দল। দারুণ খেলে এরই মধ্যে প্রশংসা পাচ্ছেন বাংলাদেশ যুব হকি দলের খেলোয়াড়েরা। এবার ট্রফি পেলে সেটি হবে তাদের জন্য বাড়তি পাওয়া।

অস্ট্রিয়ার বিপক্ষে জিতে চ্যালেঞ্জার্স কাপ নিতে ব্যাকুল হয়ে আছেন যুবারা। মাদুরাই থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের অধিনায়ক মেহরাব হাসান বলেন, আমরা এতদূর এসেছি, আর সামনে একটি মাত্র ম্যাচ আছে। এ ম্যাচে জয় নিয়ে ফিরতে চাই। 

আরও পড়ুন<<>>বোলিং-ব্যাটিংয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

জিতলে মিলবে ট্রফি। এ অনুভূতিই কাজ করছে বাংলাদেশ অধিনায়কেরও, আমরা যে এ পর্যন্ত আসব সেটি হয়ত আগে ভাবিনি। শুধু ম্যাচ বাই ম্যাচ এবং নিজেদের ওপর বিশ্বাস রেখেছি এবং দলের সবার অক্লান্ত পরিশ্রমের ফল পেয়েছি। এখন কালকের (আজ) ম্যাচ জিতলে শুনেছি ট্রফি পাব। সেটি আমাদের জন্য নিঃসন্দেহে দারুণ হবে।

বিশ্বকাপে ব্যক্তিগতভাবে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে চলেছেন হকির হামজা খ্যাত আমিরুল ইসলাম। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হ্যাটট্রিকের পাশাপাশি করেছেন ১৫ গোল। নিজের পারফরম্যান্স নিয়ে বেশ খুশি হকির এই উঠতি তারকা, নিজের পারফরম্যান্সে সত্যি অনেক খুশি। ভাবিনি এতগুলো গোল হবে, কালকে আমাদের শেষ ম্যাচ, সবার কাছে দোয়া চাই। 

বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে। হকিতে শক্তিশালী এ দলটির বিপক্ষে লড়াই করে বাংলাদেশ হার মানে ৫-৩ ব্যবধানে। ওই ম্যাচে তিনটি গোলই ছিল আমিরুলের। পরের ম্যাচেও কোরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন ফরিদপুর থেকে উঠে আসা এ হকি খেলোয়াড়। ম্যাচটি বাংলাদেশ ড্র করে ৩-৩ ব্যবধানে। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে আরও একবার বুক চিতিয়ে লড়াই করে বাংলাদেশ। তবে সেদিন হারতে হয় ৩-২ গোলে। দক্ষিন কোরিয়ার সঙ্গে ফিরতি দেখায় আমিরুলের হ্যাটট্রিকের সুবাদে ৫-৩ গোলে জেতে বাংলাদেশ।

এবার শেষ ম্যাচটি জিতে দেশে ফিরতে চান আমিরুল। অস্ট্রিয়ার বিপক্ষেও মেলে ধরতে চান নিজেকে, আমাদের লক্ষ্য ছিল অন্তত সেরা ১৬ এর মধ্যে থাকা। সেটি হয়নি। এখন আমরা ১৭তম হতে চাই। কালকের দেশের মানুষকে আরেকটি জয় উপহার দিতে চাই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়