আনোয়ারুল হক হেলাল
হুট করেই দক্ষিণ এশিয়ার ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আনোয়ারুল হক হেলাল। হঠাৎ কেন এ পদত্যাগ জানতে চাইলে তিনি জানান, ব্যক্তিগত কারণের কথা। হেলাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পদত্যাগ করলেও বিষয়টি প্রকাশ্যে আসে রোববার। তবে মার্চ মাসের পুরোটা দায়িত্ব পালন করবেন তিনি।
২০১৪ সাল থেকে সাফে বেতনভুক্ত সাধারণ সম্পাদক প্রথা চালু হয়। বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল প্রায় এক দশক ধরে এ দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বে সাফের বয়সভিত্তিক, নারী-পুরুষ প্রতিযোগিতার সংখ্যা বৃদ্ধি পায় এবং বিভিন্ন কোর্স আয়োজনের মাধ্যমে দক্ষতা উন্নয়নের প্রচেষ্টা চালানো হয়।
সাফের সাধারণ সম্পাদক পদটি নির্বাচিত হওয়ার পরিবর্তে এখন বেতনভুক্ত হওয়ায়, নতুন সাধারণ সম্পাদক এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সাফ সভাপতি কাজী সালাউদ্দিন সম্প্রতি মালয়েশিয়ায় এএফসির শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। ধারণা করা হচ্ছে, এ বৈঠকের পর থেকেই সাফে পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
২০০৯ সালে সাফ সভাপতির দায়িত্ব নেয়ার পর কাজী সালাউদ্দিন বাংলাদেশে সাফের কার্যালয় স্থাপন করেন। প্রথমে এটি বাফুফে ভবনে থাকলেও, পরবর্তীতে ঢাকার বনানীতে স্বতন্ত্র কার্যালয় প্রতিষ্ঠিত হয়। আনোয়ারুল হক হেলালের দক্ষ প্রশাসনিক কার্যক্রমের কারণে সাফের কার্যক্রম সম্প্রসারিত হয়।
সত্তরের দশক থেকে মোহামেডান ক্লাবের কর্মকর্তা হিসেবে সংগঠক জীবন শুরু করা হেলাল বাফুফে ও অলিম্পিক অ্যাসোসিয়েশন হয়ে সাফ পর্যন্ত দীর্ঘ যাত্রা করেছেন। তবে এ পদত্যাগের ফলে তার দীর্ঘ ক্রীড়া সাংগঠনিক ক্যারিয়ারের একটি অলিখিত সমাপ্তি ঘটে গেল বলেই মনে করছেন অনেকে।
সাফের নতুন সাধারণ সম্পাদক কে হবেন, তা এখনো নিশ্চিত হয়নি। তবে ফুটবল সংশ্লিষ্টরা মনে করছেন, এএফসি থেকে কেউ দায়িত্ব নিতে পারেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































