Apan Desh | আপন দেশ

থিকশানার ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দুর্দান্ত জয় শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:২৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫

থিকশানার ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দুর্দান্ত জয় শ্রীলঙ্কার

শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া

স্বাগতিক পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আগামী ২১ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ গড়াবে মাঠে। এর আগমুহূর্তে ব্যস্ত সময় পার করছে দলগুলো। তবে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে না থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে চমক দেখিয়েছে শ্রীলঙ্কা। অধিনায়ক চারিথ আসালাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরি এবং মহেশ থিকশানার দুর্দান্ত বোলিংয়ে জয় পেয়েছে শ্রীলঙ্কা। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ২১৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬৫ রানে গুটিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে ৪৯ রানের স্মরণীয় জয় পায় স্বাগতিকরা।

এদিনে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ৬ রানের মাথায় ফিরে যান দুই ওপেনার। টপ-অর্ডারের চার ব্যাটার দ্রুত সাজঘরে ফেরার পর দলের হাল ধরেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

তার ১২৬ বলে ১২৭ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ২১৪ রান তোলে শ্রীলঙ্কা। ভেল্লালাগে ৩৪ বলে ৩০ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

২১৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। দুই ওপেনার দ্রুত সাজঘরে ফেরার পর লঙ্কান স্পিনারদের সামনে প্রতিরোধ গড়তে পারেননি স্টিভ স্মিথরাও। মাত্র ১৬৫ রানে গুটিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

শ্রীলঙ্কার হয়ে মহেশ থিকশানা ৪ উইকেট শিকার করেন। আসিথা ফার্নান্দো ও দুনিথ ভেল্লালাগে নেন দুটি করে উইকেট। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়