Apan Desh | আপন দেশ

‘পিআর পদ্ধতি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মুনাফেকি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০১, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:০৩, ১৭ সেপ্টেম্বর ২০২৫

‘পিআর পদ্ধতি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মুনাফেকি’

রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর আনুপাতিক পদ্ধতির দাবিতে আন্দোলন করা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে ‘মুনাফেকি’।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পিআর পদ্ধতি দাবি উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে রিজভী বলেন, গত ১৬ বছরে দেশের কোনো রাজনৈতিক দল এ পদ্ধতির দাবি জানায়নি। তাই হঠাৎ করে এ দাবি ওঠা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে।

আরওপড়ুন<<>>‘নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ভয়ংকর চর্চায় রূপ নেবে’

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি কিছু স্বার্থান্বেষী মহলের সুদূরপ্রসারী চক্রান্ত। পিআর পদ্ধতি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করবে।

দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল নয় বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, আনুপাতিক ভোটপদ্ধতি বাংলাদেশের বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। দেশের মানুষের চাওয়া-পাওয়া এবং গণতন্ত্রের অগ্রগতির জন্য এ পদ্ধতি কোনোভাবেই উপযুক্ত নয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়