
প্রতীকী ছবি
মহাকাশপ্রেমীরা সবসময়ই উল্কাবৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। রাতের আকাশে আলোর ঝলকানি দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। তবে খুব শীঘ্রই এমন এক উল্কাবৃষ্টি দেখতে চলেছে পৃথিবী। যা আগে কখনও দেখা যায়নি। কারণ, এবার উল্কাবৃষ্টির উৎস হবে চাঁদ থেকে!
কয়েক মাস আগে জ্যোতির্বিজ্ঞানীরা একটি বিশাল গ্রহাণুর সন্ধান পান। এটি ২০২৪ ওয়াইআর৪ (2024 YR4) নামে পরিচিত। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন, এটি হয়তো পৃথিবীর দিকে আসছে। এতে সবার মধ্যে এক ধরনের ভয় তৈরি হয়েছিল। কিন্তু সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে পাওয়া তথ্যে জানা যায় যে, গ্রহাণুটি তার পথ পরিবর্তন করে চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা নিশ্চিত, ২০৩২ সালে এটি চাঁদের বুকে আছড়ে পড়বে।
আরও পড়ুন>>>আমাকে বাংলাদেশে পাঠালে আপত্তি নেই: নোবেলজয়ী অমর্ত্য সেন
সাধারণত, উল্কাবৃষ্টি হয় যখন কোনো ধূমকেতু সূর্যের চারপাশে ঘোরার সময় তার শরীর থেকে ছোট ছোট টুকরো বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। তখন সেগুলো বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে জ্বলে ওঠে। যা আমরা আলোর রেখা হিসেবে দেখি।
কিন্তু এবারের ঘটনা সম্পূর্ণ আলাদা। ২০২৪ ওয়াইআর৪ নামের বিশাল গ্রহাণুটি যখন চাঁদের মাটিতে আঘাত করবে, তখন সংঘর্ষের তীব্রতায় চাঁদের পৃষ্ঠ থেকে বড় বড় পাথর ও টুকরো ছিটকে পড়বে। এ টুকরোগুলো তখন পৃথিবীর দিকে ছুটে আসবে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর সেগুলো জ্বলে উঠবে। এক দীর্ঘস্থায়ী ও অসাধারণ উল্কাবৃষ্টির সৃষ্টি করবে। পৃথিবীর মাটি থেকে দেখা এ দৃশ্য এক অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্ম দেবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।