Apan Desh | আপন দেশ

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন রাবি

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ০৯:৩৯, ৩১ মে ২০২৫

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন রাবি

ছবি : আপন দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) হারিয়ে ১২তম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় (২০২৫) চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এ নিয়ে টানা দ্বিতীয়বার পরিবেশ দিবস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো রাবি। 

প্রতিযোগিতায় রাবির পক্ষে অংশগ্রহণ করেন মামুনুজ্জামান স্নিগ্ধ, মো. মঈনুল হাছান এবং আশরাফুল ইসলাম সন্ধি। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হিসাবে নির্বাচিত হয়েছেন রাবির দলনেতা মামুনুজ্জামান স্নিগ্ধ।

গত ১৭ ও ১৮ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল রাউন্ডের পর ফাইনালে রাবির প্রতিপক্ষ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। চূড়ান্ত পর্বে রাবি দল তাদের যুক্তি ও বাগ্মিতার মাধ্যমে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়।

উল্লেখ্য, ১১তম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়নও ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়