Apan Desh | আপন দেশ

কালীগঞ্জে টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩০, ১৭ সেপ্টেম্বর ২০২৫

কালীগঞ্জে টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন 

ছবি: আপন দেশ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

টিকাদান কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের এ টিকার আওতায় আনা হবে।

ক্যাম্পেইনের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ। সঞ্চালনায় ছিলেন মেডিকেল অফিসার জেসিলি ঘোষ মুনমুন।

আরওপড়ুন<<>>হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. মাহবুবা সুলতানা, মেডিসিন কনসালটেন্ট ডা. ইশিতা দাস, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রেজাউল হক, মেডিকেল অফিসার সৈয়দ শহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার জাবেদ কায়সার, পরিসংখ্যানবিদ মো. কাজী নাজমুল হক, হাসপাতালে কর্মরত নার্স ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

টাইফয়েড জ্বরের ভয়াবহতা ও সচেতনতা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন ডা. ইশিতা দাস। দুষিত খাবার,পানীয় জল ও অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থার কারণে এ রোগ ছড়ায়। উচ্চ জ্বর, পেট ব্যথা, মাথাব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া ইত্যাদি টাইফয়েডের প্রধান লক্ষণ।

টিকা দেয়ার জন্য অভিভাবকদের অনলাইনে নিবন্ধন করাতে এবং ক্যাম্পেইনকে সফল করতে মাঠপর্যায়ে শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনসহ সকলের সহযোগিতা কামনা করেন।

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়