Apan Desh | আপন দেশ

পাকিস্তানের হারে দু:সংবাদ পেল বাংলাদেশ!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৭, ১১ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:৫২, ১১ আগস্ট ২০২৫

পাকিস্তানের হারে দু:সংবাদ পেল বাংলাদেশ!

ছবি: সংগৃহীত

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজিরে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিস। রোববার (১০ আগস্ট) সফরকারীদের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এদিকে, পাকিস্তানের হারের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে বড় দু:সংবাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

ওয়েস্ট ইন্ডিজের জয়ে আইসিসির র‌্যাকিংয়ে বাংলাদেশ নেমে গেছে ১০ নম্বরে। অপরদিকে, জয় নিয়ে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে টপকে ৯ নম্বরে জায়গা করে নিয়েছে। বর্তমানে টাইগারদের রেটিং পয়েন্ট ৭৭, রোববারের জয়ে উইন্ডিজের পয়েন্ট দাঁড়িয়েছে ৭৮-এ।

বাংলাদেশের এ পতন অবশ্য নতুন নয়। গত ০৫ মে আইসিসি র‍্যাঙ্কিংয়ের ১০ -এ নামে বাংলাদেশ। দীর্ঘ ১৯ বছর পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে এমন দশা হয় দলের।

ওয়ানডেতে বাংলাদেশ নিয়মিত জয়ের ধারায় ঢুকেছিল ২০০৫ সাল থেকে। সে বছর জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। তখন আইসিসি র‍্যাঙ্কিংয়ে টাইগারদের অবস্থান ছিল ১১ নম্বরে। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্ডিফে অবিস্মরণীয় জয়ের সময়েও দলের র‍্যাঙ্কিং তা-ই ছিল।

আরওপড়ুন<<>>বাংলাদেশের যুবাদের ত্রিদেশীয় সিরিজ জয়

এরপর থেকেই দলটা ধীরে ধীরে ওপরে উঠে আসতে থাকে। ২০০৫ সালের আগস্টে বাংলাদেশ কেনিয়াকে পেছনে ফেলে বনে যায় আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বর দল। ২০০৬ সালের অক্টোবরে জিম্বাবুয়েকে টপকে বাংলাদেশ উঠে আসে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে। এরপর দীর্ঘ ১৯ বছর বাংলাদেশ ১০ এ নামেনি। ২০২৫ সালে এসে সে অচেনা স্বাদটা আবার পেল দলটা।

বাংলাদেশের সেরা র‍্যাঙ্কিং ছিল ষষ্ঠ স্থান অর্জন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়ে উঠে এসেছিল দলটা। এরপর ২০২২ সালেও বাংলাদেশ ছয়ে উঠেছিল। এরপর থেকেই উলটোরথে চলেছে দেশের ক্রিকেট। যার ফল আবারও র‍্যাঙ্কিংয়ের দশে নেমে যাওয়া।

দুঃসংবাদ শুধু বাংলাদেশই নয়, পাকিস্তানও পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরে যাওয়ায় তারা নেমে গেছে, ষষ্ঠ স্থানে। পঞ্চম স্থান দখল করেছে শ্রীলঙ্কা। এর আগে শ্রীলঙ্কা ছিল-৬ এ, পাকিস্তান-৫ এ।

এদিকে, টেস্ট র‍্যাঙ্কিংয়েও খুব সুখকর অবস্থানে নেই বাংলাদেশ দল, তাদের অবস্থান ৯ নম্বরে। এছাড়া ওয়ানডের মতো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশ আছে ১০ নম্বরে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়