Apan Desh | আপন দেশ

বাংলাদেশের যুবাদের ত্রিদেশীয় সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৪০, ১১ আগস্ট ২০২৫

আপডেট: ১১:৪২, ১১ আগস্ট ২০২৫

বাংলাদেশের যুবাদের ত্রিদেশীয় সিরিজ জয়

ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

দাপুটে পারফরম্যান্সে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে বাংলাদেশ। রিজান হাসানের অলরাউন্ড নৈপুন্যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টাইগার জুনিয়রা। ব্যাট হাতে মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও  বোলিংয়ে ৫ উইকেট শিকারে নায়ক রিজানই।

রোববার (১০ আগস্ট) জিম্বাবুয়ের হারারেতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৯ রানের সংগ্রহ দাঁড় করায় জুনিয়র টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতেই ২৩৬ রানে অলআউট হয়ে যায় যুবা প্রোটিয়ারা। আর তাতেই ৩৩ রানের জয় পায় বাংলাদেশের যুবারা।

যুব দলের ব্যাটিং লাইনে বরাবরই জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিমের ওপর ভরসা করা হয়। এ টুর্নামেন্টে অধিনায়ক তামিম তেমন সুবিধা করতে পারেননি। জাওয়াদ আবরারও নিয়মিত পারফরম করতে ব্যর্থ।

আরও পড়ুন<<>>বড় হারের পরও প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

ফাইনালেও তারা ভালো করতে পারেননি। আবরার ৪২ বলে ২১ রান করে থেমেছেন। ওদিকে তামিম ২৮ বলে খেলে মাত্র ৭ রান করে আউট হন। ৬৫ রানের মধ্যে অপর ওপেনার রিফাত বেগকেও (১৬) হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ।

ওই অবস্থা থেকে দলকে নিরাপদে নিয়ে আসেন কালাম সিদ্দিকি ও রিজান হোসেন। দুজনের ১১৭ রানের জুটিতে বড় সংগ্রহ পেয়ে যায় বাংলাদেশ। কালাম ৭৫ বলে ৬ চারে ৬৫ রান করে আউট হন। তবে রিজান নিজের ইনিংসটি আরও টেনে ৯৬ বলে ১০ চারে ৯৫ রান করে রান আউট হন।

মাত্র ৫ রানের জন্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি মিস করেছেন এই ব্যাটার। ৪৭.৩ ওভারে রান আউট না হলে অনায়াসে তার সেঞ্চুরিটি পূর্ণ হতো। শেষের দুই ওভারে মোহাম্মদ আবদুল্লাহ ২৯ বলে করেছেন অপরাজিত ৩৮ রান আর সামিউন বশির ৮ বলে ১৩ রান করেছেন।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা