Apan Desh | আপন দেশ

পর্তুগালের জার্সিতে দলকে জেতালেন রোনালদো জুনিয়র

ত্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:২৩, ১৯ মে ২০২৫

পর্তুগালের জার্সিতে দলকে জেতালেন রোনালদো জুনিয়র

ছবি: সংগৃহীত

পর্তুগালের জার্সিতে জাপান অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে অভিষেক হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের। ওই ম্যাচে পর্তুগাল জিতলেও বদলি নামা রোনালদো জুনিয়র গোল করতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে ঠিকই গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো জুনিয়র।

রোববার (১৮ মে) নিজের দ্বিতীয় ম্যাচে শুরুর একাদশে নেমে ৩-২ গোলে জিতেছে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল। দলের তিন গোলের দুটিই আবার করেছেন জুনিয়র রোনালদো। প্রথমার্ধে জোড়া গোল করে বাবার ট্রেডমার্ক সিউ উদযাপন করে ১৪ বছর বয়সী ক্রিস্টিয়ানো জুনিয়র।

আরওপড়ুন<<>>এশিয়া কাপ থেকে সরে গেল ভারত

ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটে ক্রিস্টিয়ানো জুনিয়র প্রথম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। প্রথমবার দেশের জার্সিতে গোল করে বাবার সিগনেচার উদযাপন 'সিউ' স্টাইলটা দেখায় রোনালদো জুনিয়র। ২৫ মিনিটে গোল পরিশোধ করে ক্রোয়াট কিশোররা।

তবে ম্যাচের ৪৩ মিনিটে আবারও গোল করে 'সিউ' উদযাপন করে ক্রিস্টিয়ানো জুনিয়র। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ওই গোলও শোধ করে ক্রিস্টিয়ানো জুনিয়রদের হতাশ করে ক্রোয়াশিয়া অনুর্ধ্ব-১৫ দল৷ তবে ৭৮ মিনিটে কারবালের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়