
ফাইল ছবি
ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হয়তা এক দশক ধরে। দেশ দুটির মধ্যে ২০১৩ সালে শেষবার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজের আয়োজন করা হয়েছিল। ২০২৩ সালে এশিয়া কাপের মঞ্চে ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল দুই বার একে অপরের মুখোমুখি হয়েছিল। কিন্তু আসন্ন এশিয়া কাপে সাক্ষাৎ তো দুরের কথা টুর্নামেন্টেই খেলবে না ভারত।
সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনাকে কেন্দ্র করে সামরিক সংঘাতে জড়িয়েছিল ভারত ও পাকিস্তান। এ যুদ্ধে উভয় দেশে প্রাণহানিসহ ব্যপক ক্ষতি হয়েছে। সে জেরে এশিয়া কাপ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তারা কোনো অবস্থাতেই পাকিস্তানের মুখোমুখি হতে চায় না।
ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ দাবি করেছে, পুরুষদের এশিয়া কাপের পাশাপাশি নারী ইমার্জিং এশিয়া কাপেও অংশ নেবে না ভারত।
আরও পড়ুন<<>>টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছে, ভারতীয় দল এমন কোনো টুর্নামেন্টে খেলতে পারে না, যার আয়োজক এসিসি এবং এর প্রধানের পদে আছেন একজন পাকিস্তানি মন্ত্রী। এটা পুরো দেশের আবেগ। আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে আমাদের নাম প্রত্যাহারের বিষয়ে আমরা এসিসির সঙ্গে মৌখিকভাবে যোগাযোগ করেছি। সেইসঙ্গে ভবিষ্যতে তাদের (এসিসি) ইভেন্টে আমাদের অংশগ্রহণ স্থগিত রাখতে। আমরা সরকারের সঙ্গে এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছি।
উল্লেখ্য, বর্তমানে এসিসি'র প্রধানের পদে আছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তথা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। আপাতত নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহারের বিষয়টি পুরোপুরি নিশ্চিত হলেও দেশটির গণমাধ্যম জানিয়েছে, পুরুষদের এশিয়া কাপেও খেলবে না ভারত। এতে ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কার তৈরি হলো। কারণ, ভারত ছিল এবারের টুর্নামেন্টের আয়োজক।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।