Apan Desh | আপন দেশ

অল্পের জন্য ডাবল সেঞ্চুরি মিস নাঈমের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১০, ৯ মার্চ ২০২৫

অল্পের জন্য ডাবল সেঞ্চুরি মিস নাঈমের

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন নাঈম শেখ

৮০ বলে সেঞ্চুরি করা নাঈম শেখের সামনে হাতছানি দিচ্ছিল ডাবল সেঞ্চুরি হাঁকানোর। কিন্তু অল্পের জন্য হাতছাড়া হয়ে গেল রেকর্ড গড়ার সুযোগ। রোববার (০৯ মার্চ) সকালে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এ ব্যাটার।

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ওপেনিংয়ে নামা নাঈম শেখ ইনিংসের শুরুটা করেন চার দিয়ে। এরপর চার-ছক্কার মিশেলে ৩৮ বলে তুলে নেন ফিফটি। অপরপ্রান্তে ব্যাটারদের সাজঘরে ফেরার পালাবদল আসলেও কিছুটা ধরে খেলে লম্বা ইনিংস চালিয়ে যান নাঈম। তাতে ৮২ বলেই দেখা পান লিস্ট এ ক্রিকেটে ক্যারিয়ারের নবম শতকের।

এতোদিন লিস্ট এ ক্রিকেট ক্যারিয়ারে দেড় শতক করার রেকর্ড না থাকলেও সেটিও মাত্র ১০৬ বলে ছুঁয়ে ফেলেন নাঈম। এরপর ডাবল সেঞ্চুরি করার দিকে ছুটে গেলেও ১৯ বল পরেই অলক কাপালির হাতে তালুবন্ধি হন নাঈম। ফেরার আগে ১২৫ বলে ১৮ চার ও ৮ ছক্কার ইনিংস খেলে ১৭৬ রান তুলেন তিনি। তাতে একটুর জন্য হাত ফসকে বেরিয়ে যায় সৌম্য সরকারের পরে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড।

ডিপিএলের ২০১৯ মৌসুমে সাভারে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সৌম্য। এখন পর্যন্ত সেটিই কোনো বাংলাদেশির লিস্ট এ ক্রিকেটে করা একমাত্র ডাবল সেঞ্চুরি। এ ফরম্যাটে সর্বোচ্চ রানের তালিকায় সৌম্যর পরে আছেন রাকিবুল হাসান। ২০১৭ সালে মোহামেডানের হয়ে ১৯০ রান করেছিলেন তিনি। তালিকার তিনে আছেন প্রাইম ব্যাংকের হয়ে ১৮৪ রান করা এনামুল হক। চারে আছেন একই ক্লাবের হয়ে ২০২২ সালে ১৮২ রান করা মুমিনুল। আর এ মৌসুমে ১৭৬ রান করে সেখানে পঞ্চম স্থানে আছেন প্রাইম ব্যাংকের হয়ে খেলা নাঈম শেখ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়