Apan Desh | আপন দেশ

ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪০, ৩১ জানুয়ারি ২০২৬

ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন

ছবি: আপন দেশ

রাষ্ট্র পরিচালনার সর্বত্র শরীয়াহকে প্রাধান্য দিয়ে বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করবে দলটি।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে পীর সাহেব চরমোনাই এর সভাপতিত্বে দলের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহারে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশাকে গুরুত্ব দিবে। পুরোনো বন্দোবস্ত উৎখাত করে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার দাবীর প্রতি সন্মান দেখিয়ে নয়া বন্দোবস্ত হিসেবে শরীয়াহ প্রাধান্য পাবে। ইশতেহারের প্রতিপাদ্য হিসেবে ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’ শব্দ বন্ধনীকে গ্রহণ করা হয়েছে। জনপ্রত্যাশা হিসেবে শরীয়ার প্রাধান্য, জুলাই সনদের প্রতি দায়বদ্ধতা, তারুণ্যের কর্মসংস্থান, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবা ও অধিকার গুরুত্ব পাবে।

আরও পড়ুন <<>> ঢাকা-৯ আসন উন্নত করার দায়িত্ব নেবে বিএনপি: হাবিবুর রশিদ

আর্থিকখাতে শৃঙ্খলা আনয়ন, বিনিয়োগ আকর্ষণ, জ্বালানী নিরাপত্তা, পারস্পরিক সহযোগিতা ও সন্মানভিত্তিক বৈদেশিক নীতি ইশতেহারে গুরুত্ব পাবে।

ইশতেহার উপস্থাপন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার গুণীজন উপস্থিত থাকবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়